গঙ্গা নদীর জল ঢুকে প্রবল জল স্রোত কসি নদীতে। আর তীব্র নদীর দাপটে ভাঙ্গন রোধের কাজের অংশ তলিয়ে গেল। গোটা এলাকা জুড়ে তীব্র নদী ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গন রোধ করতে যে ধরনের কাজ করা হয়েছিল বস্তা ফেলে সমস্তটাই নদীগর্ভে তলিয়ে গেছে। অত্যন্ত তীব্র জলস্রোতের কারণে নদী পার জুড়ে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। গোটা এলাকা নিশ্চিহ্ন হয়ে যাবে, সে আতঙ্কের মধ্যে এলাকার বাসিন্দারা। সরকারি কাজের নামে টাকার যে নয় ছয় এমনই অভিযোগ এলাকাবাসীর।