বর্ধমান ১ নম্বর ব্লকের সরাইটিকর পঞ্চায়েতের সরাইটিকর গ্রামে নিকাশি নালা বন্ধ করা নিয়ে চরম উত্তেজনা ছড়ালো শুক্রবার বেলা বারোটায়। ঘটনাস্থলে ছুটে আসে বর্ধমান থানার পুলিশ এবং উত্তেজনা নিয়ন্ত্রণ করে। এলাকারই এক প্রোমোটার মহম্মদ আজিব উদ্দিন ওরফে লালু তিনি নাকি একটি কালভার্টকে বন্ধ করে নিজের জায়গায় ঢুকিয়ে নিয়েছেন যার ফলে ডুবে আছে এলাকা বলে অভিযোগ করল তৃণমূলের সদস্য সেখ নয়ন। এ বিষয়ে লালু বাবুর অভিযোগ গ্রামের আসল নিকাশি ব্যবস্থা বিক্রি করে দেওয়া হয়েছে