লালা বাজার রেল স্টপেজ ডিমান্ড কমিটির একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনি ভৈষ্ণবের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করেন আজ বুধবার। হাইলাকান্দি জেলার জেলা আয়ুক্তের মারফৎ এক স্মারকলিপি প্রেরণ করেন তারা। এদিন জেলা আয়ুক্তের অনুপস্থিতিতে জেলা উন্নয়ন কমিশনার DDC, এলডার্ড ফাইরিম এ স্মারকলিপিটি গ্রহণ করেন। তিনি তাদের দাবীর যথার্থতা উপলব্ধি করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন বলে দুপুর প্রায় দুটো নাগাদ