অজ্ঞাত পরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এনায়েতপুর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হল। নির্জন অর্ধনির্মিত বাড়ির সংলগ্ন এলাকায় ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এলাকা জুড়ে খবর ছড়িয়ে পড়তে এই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনুমান কেউবা করা খুন করে এই যুবককে এই এলাকায় ফেলে গেছে। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ দেহ উদ্ধার করে পরিচয় জানতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। ঘটনায় চাঞ্চল্য।