বলাগরের জিরাট এর আদি বারোয়াড়ির দুর্গাপূজ এ বছর ৭৫ তম বর্ষে পদার্পণ করল। আজ মঙ্গলবার বৈকাল চারটে নাগাদ এমনই জানাল পূজা কমিটির কার্যকর্তারা। মূলত বাস কাপড় ফোম থার্মোকল এইসব উপাদান দিয়ে তৈরি এবছর তাদের মন্ডপের থিম লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। আনুমানিক তাদের পূজোর বাজেট 40 লক্ষ টাকা প্রায়। তৃতীয় দিন হয়েছে এখানে মন্ডপের উদ্বোধন। তারপর থেকেই প্রত্যহ অনেক দর্শনার্থীদের ভিড় জমছে তাদের এই লন্ডনের স্বামীনারায়ণ,,