পাবলিক অ্যাপ সহ বিভিন্ন পোর্টালে প্রকাশিত খবরের জেরে নড়েচড়ে বসল বরাবাজার ব্লক প্রশাসন, বরাবাজার রাজা পাড়ার বেশ কয়েকটি ভূঁইয়া পরিবার ভগ্ন গৃহে বসবাস করছে, নেই আবাস যোজনার তালিকায় নাম। বিষয়টি খতিয়ে দেখতে মঙ্গলবার সন্ধ্যায় বরাবাজার ব্লক প্রশাসনের প্রতিনিধিদল উপস্থিত হলেন বরাবাজার রাজা পাড়ায়। উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হল ত্রাণের ত্রিপল। সঙ্গে তাদের আধার কার্ড ভোটার কার্ড সহ বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করে প্রতিনিধি দল।