কাটোয়া আহমদপুর রেল রুটে ফের বাড়তে চলেছে আরোও এক জোড়া লোকাল ট্রেন। সকালের পর এবার প্রথম বিকেলেও সংশ্লিষ্ট রুটে গড়াবে যাত্রিবাহী ট্রেনের চাকা। তবে এবার গড়াতে চলেছে ই'এম.ইউ ট্রেনের চাকা যা শহর তলিতেই বেশি ভাগ চলে থাকে।উল্লেখ্য, রেল দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি ও সময় সারণী অনুযায়ী বিকেল ৩.৫০ এ একটি ই'এম.ইউ ট্রেন কাটোয়া স্টেশন ছেড়ে আহমদপুর পৌঁছাবে ৫.১৫ মিনিট এ।অন্যদিকে ঐ ট্রেনটি আহমদপুর থেকে বিকেল ৫.৩০ এ ছেড়ে কাটোয়া পৌঁছাবে সন্ধ্যা ৬.৫৫তে।সব কিছু ঠিক।