মাথাভাঙ্গা শহরে ওয়ান ডিজিট নিয়ে সরব স্থানীয়রা। বৃহস্পতিবার বেলা 2 টা নাগাদ দেখা গেলো এই চিত্র। অভিযোগ মাথাভাঙা শহরের বিভিন্ন জায়গায় অসাধু ব্যক্তিরা এই জুয়ার আসর বসাচ্ছে। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় রমরমে চলছে এন্ডিং জোয়ার আসর। স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই এই জুয়ার আসর বসে। কাগজে একটি নম্বর দিয়ে দেওয়া হয় তারপর অনলাইনে কোন একটি গেম এর সাথে সেই নম্বর মিলে গেলেই তাদেরকে টাকা দেওয়া হয়।