রবিবার সাত সকালে চড়িলাম বাজার স্ট্যান্ডে জাতীয় সড়কের উপরে যাত্রীবাহী অটো রিক্সা এবং মারুতি ইকো গাড়ির মধ্যে সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয় সরকারি কর্মচারী দম্পতি কানাই ভৌমিক এবং শিল্পী ভৌমিক ও তাদের ছোট কুলের শিশুসন্তান। তাদের বাড়ি দক্ষিণ চড়িলাম কড়ই মুড়া এলাকায়। শশুর বাড়ি থেকে নিজ বাড়িতে অটো গাড়ি দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার মধ্যে পড়ে তারা।