আসন্ন দূর্গা পুজো নিয়ে বৃহস্পতিবার আলিপুরদুয়ার পৌরসভা সভাকক্ষে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন পুজো কমিটির সদস্যদের নিয়ে সভা করলেন আলিপুরদুয়ার মহুকুমা শাসক। দূর্গা পুজো নিয়ে সরকারি কি কি নির্দেশিকা রয়েছে সেগুলো এদিনের সভায় তুলে ধরা হয়। এছাড়া কিভাবে পুজো অনুমতি মিলবে সেই নিয়ে ও এদিনের সভায় বিস্তারিত আলোচনা করা হয়। আলিপুরদুয়ার মহুকুমা শাসক দেবব্রত রায় জানান এদিনের সভায় সমস্ত পুজো কমিটি দের সরকারি যে নির্দেশিকা আছে তা বলা হয়।