Canning 1, South Twenty Four Parganas | Sep 11, 2025
এবার দুর্গাপুজো অনেকটাই এগিয়ে এসেছে। বিশ্বকর্মা পুজোর তিন দিন বাদেই মহালয়া। তার উপর এবার টানা বৃষ্টি হয়েছে বহুদিন ধরে। ফলে নিজেদের কাজ গুছিয়ে উঠতে পারেননি ক্যানিংয়ের মৃৎ শিল্পীরা। পুজো দ্রুত এসে পড়ার কারণে বায়নাও পর্যাপ্ত পরিমাণে নিতে পারেননি বলে দাবি তাঁদের। এই মুহূর্তে চলছে বিশ্বকর্মা ঠাকুর তৈরির শেষ মুহূর্তের কাজ। বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ পাবলিক অ্যাপের মুখোমুখি হয়ে এ বিষয়ে কি বললেন মৃৎশিল্পী নিতাই সুতার শুনুন।