মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত বিষকোপা গ্রামে ১৩৩৩ বঙ্গাব্দে স্বর্গীয় নারায়ণ চন্দ্র ঘোষ শ্রী শ্রী মা মনসা মন্দির প্রতিষ্ঠা করেন। কথিত আছে এক সময় কলেরা মহামারি ও সর্প দংশনে বহু মানুষের প্রাণঘাতী হয়ে ছিল তখন থেকে এই শ্রী শ্রী মা মনসা মায়ের প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন স্বর্গীয় নারায়ণ চন্দ্র ঘোষ।