Mathurapur 2, South Twenty Four Parganas | Aug 30, 2025
চাপলা এলাকায় আজ ছিল উৎসবমুখর পরিবেশ মনসা পূজা উপলক্ষে আয়োজিত হল ঐতিহ্যবাহী ভেলা ভাসানো অনুষ্ঠান ঘোড়ার গাড়ি করে ভেলা নিয়ে প্রায় এক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে রেলি করার পর ওই ভেলাকে ভক্তরা নানা রঙের সাজেগুজে ঢাক ঢোল গানের তালে ফুল ও প্রদীপের সজ্জিত করে নদীতে ভাসিয়ে দেন বলে জানা যায় চারপাশে ভক্তদের ভিড় পুজোয় সজ্জিত শঙ্খধ্বনি আর উল্লাসের মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা এমনই ছবি উঠে এলো আজ অর্থাৎ শনিবার বিকাল চারটে কুড়ি মিনিট নাগাদ পাবলিক অ্যাপের ক্যা