Sonarpur, South Twenty Four Parganas | Sep 3, 2025
অটো-রিক্সার দখলদারিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল গঙ্গাজোয়ারা। অভিযোগ, রাস্তায় যাত্রী তুলছিলেন এক টোটোচালক। সেই সময় এক অটোচালক গাড়ি থামিয়ে হুমকি দেয়। টোটোচালককে হুমকি দেওয়া নিয়ে প্রতিবাদ করেন এলাকাবাসীরা। আর সেই প্রতিবাদের জেরেই শুরু হয় চরম অশান্তি। অভিযোগ, অটোচালকের পক্ষের লোকজন স্থানীয় একটি দোকানের ভেতরে ঢুকে মহিলাদের বেধড়ক মারধরের অভিযোগ ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।