রবিবার সন্ধ্যা সাতটায় বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে প্রতিমা নিরঞ্জনের কাজ সুসম্পন্ন করল দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ত্রিমোহিনী অমর ফ্রেন্ডস স্টাফ ক্লাব কর্তৃপক্ষ। এদিন ঢাকের তালে কোমর দোলান স্থানীয় বাসিন্দারা। শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দূর দূরান্ত থেকে লোক আসে ত্রিমোহিনীতে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পুজোর সম্পাদক, সভাপতি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শোভাযাত্রাকে ঘিরে আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা করেছিল পুলিশ প্রশাসন।