বৃহস্পতিবার দুপুরে কোতোওয়ালি থানার আমঘাটা স্টেশন ও নবদ্বীপের মহীশূড়ায় অসমাপ্ত রেল ব্রিজ পরিদর্শন শেষে প্রায় দেড় দশক ধরে বন্ধ থাকা নবদ্বীপ ঘাট রেলস্টেশন পরিদর্শনে আসেন শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা,সেখানে পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ডি আর এম রাজীব সাক্সেনা বলেন,জমির পরিস্থিতি দেখতে এই প্রথমবার এখানে এলাম,এখানে আগে রেললাইন ছিল,বর্তমানে গ্রাউন্ড পজিশন কেমন আছে তা দেখা হল।