গলসি থানার কৈতারা গ্রামে ঘুমন্ত অবস্থায় ডোমনা চিতি সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম মিঠু বাগ (৫০), কৈতারা গ্রামে তার বাড়ি। মৃতের মেয়ে পূজা বাগদি জানান আজ শনিবার ভোর রাত দুটো নাগাদ মশারির ভেতরে ঘুমন্ত অবস্থায় বাম হাতের বগলে তাকে ডোমনা চিতি সাপে কামড়ায়। জালা যন্ত্রণা শুরু হলে তাকে প্রথমে স্থানীয় আদড়াহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে রেফার করে Bmch এ নিয়ে আসলে সেখানেই তার মৃত্যু হয়