উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে রাজর্ষি কলা ক্ষেত্রে অনুষ্ঠিত হয় লোক কল্যাণ মেলা। এই মেলা শুভ উদ্বোধন করেন গোমতী জেলা সভাধিপতি দেবল দেবরায়। তাছাড়া উপস্থিত ছিল উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতলচন্দ্র মজুমদার, উদয়পুর মহকুমা শাসকসহ অন্যান্য আধিকারিক এবং অতিথিরা। এই মেলায় সাধারণ হকার, ফুটপাতের ছোটখাটো অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ীদের লোন দেওয়ার ব্যবস্থা করা হয়।