আসন্ন BTR নির্বাচনকে সামনে রেখে বুধবার মথানগুড়ি মন্ডলে বিজেপির আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার। এদিন এই সভায় যুব মোর্চা মথানগুড়ি মন্ডলের সহ সভাপতি সদানন্দ শর্মা,সাধারণ সম্পাদক বিজয় আর্য,যুবমোর্চা জেলা সম্পাদক রূপম দাস সহ বিজেপির অন্যান্য কার্যকর্তাদের সাথে দেখা করে আগন্তুক নির্বাচন সম্বন্ধে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তাছাড়া এতে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলার SC ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস।