মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার গয়েশপুর গ্রামে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১। শুক্রবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে পাঠায় পুলিশ। শুক্রবার বিকেলে পুলিশ জানিয়েছেন, বৃহস্পতিবার রাত্রে পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে গয়েশপুর গ্রামে একটি বাড়িতে অভিযান চালায়। পুলিশ ওই বাড়ি থেকে বিপুল পরিমান মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি এক জনকে গ্রেপ্তার করে।