তাকলিত জামাতে এসে মৃত্যু শামসুদ্দিন শেখ নামক বছর ষাটেকের এক ব্যক্তির। ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ষাটপলসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চরাও হন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে গত তিন দিন আগে ময়ূরেশ্বরের বাসুদেবপুরে ইসলামিক জামাতে তথা তাকলিত জামাত করতে বোলপুরের করিমপুর থেকে এসেছিলেন বছর ষাটেকের সামসুদ্দিন শেখ। তবে আজ দাসপলসা গ্রাম পঞ্চায়েতের বেজা মসজিদে তাকলিত জামাত করতে এসে শারীরিক অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি।