Mathurapur 2, South Twenty Four Parganas | Sep 23, 2025
অল্পের জন্য রক্ষা পেলো দেবী বর্গভীমা নামক রায়দিঘির একটি মাছ ধরার টলি ।জানা যায় আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর একটা নাগাদ ১৫ জন মৎস্যজীবী নিয়ে রায়দিঘির পাঁচ নম্বর জেটি থেকে রওনা দেওয়ার সময় ঘোরাতে গিয়ে ভাটার টানে ৫ নম্বর যেটির উপর উঠে যায় ফলে যেটির বোল্ডার লেগে ওই টলিটির পাঠাতন ছেড়ে গিয়ে হু হু করে জল ঢুকতে থাকে মাঝি জানতে পেরে চেচামেচি করায় পাশে থাকা একটি মাতৃ আসিস নামক টলার এসে ওই টলিটিকে যেটি থেকে ঠেলে নামিয়ে দেয় ফলে রক্ষা পায় দেবী বর্গভীমা নাম