পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ঝাড়গ্রাম জেলায় প্রথম শুরু হল তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা। শুক্রবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের রবীন্দ্রপার্কে আয়োজিত মেলা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা ও জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি। জানা গেছে, মেলা চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় প্রায় ৫০টি বিভিন্ন ধরনের স্টল রয়েছে।