আলিপুরদুয়ার পুরসভার তৃতীয় নির্দল কাউন্সিলারও যোগ দিলো তৃণমূলে।শুক্রবার দুপুর সাড়ে তিনটা নাগাদ আলিপুরদুয়ার পুরসভার পেক্ষাগৃহে তৃণমূলের মহিলা সংগঠনের জেলা সম্মেলনে পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর গার্গী তালুকদার তৃণমূলে যোগ দেয়।টিকিট না পেয়ে পুরসভা নির্বাচনে বেশ কয়েকজন নির্দল হিসেবে লড়াই করেছিল।কয়েকদিন আগেই পুরসভার দুই নির্দল কাউন্সিলর শ্রীলা দত্ত এবং ঝুমা মিত্র তৃণমূলে যোগদান করেছিল।