টানা বৃষ্টির জেরে গত শনিবার বান্দোয়ানের পাড়াগোড়ার রাস্তা ধসে গিয়ে ধাদকা ও বান্দোয়ানের পথে চারচাকা গাড়ির যাতায়াত একেবারে বন্ধ হয়ে যায়। মঙ্গলবার ব্লক প্রশাসনের উদ্যোগে ধসে গর্ত হয়ে যাওয়া রাস্তা মেরামত করা হয়। এদিক ট্রাক্টর ও জেসিবি দিয়ে মাটি ভরাট করা হয় গর্তে।