খয়রাশোল ব্লক অফিসে সোমবার বিকাল চারটায় বন ও ভূমি স্থায়ী সমিতির এক গুরুত্বপূর্ণ মিটিং আয়োজিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লকের বিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবরসহ ব্লকের বিভিন্ন দফতরের আধিকারিক ও সংশ্লিষ্ট সদস্যরা। বৈঠকে বন ও ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, স্থানীয় উন্নয়নমূলক প্রকল্প, সরকারি জমি রক্ষণাবেক্ষণ এবং বনাঞ্চল সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।