রবিবার সন্ধ্যা ছয়টার সময় থেকে নাটনা মাঝপাড়া বারোয়ারি কমিটির উদ্যোগে, নাটনা মাঝপাড়া বারোয়ারী দুর্গাপূজার শুভ সূচনা হল, উপস্থিত তেহট্ট ১ বিডিও সঞ্জীব সেন। দুর্গাপূজার শুভ সূচনাকালে ,তেহট্ট ১ বিডিও ছাড়া উপস্থিত ছিলেন; নাটনা BOP অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট,তেহট্ট থানার IC, তেহট্ট ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতি।