মানসিক অবসাদে বিষ খেয়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা যায় মৃত ঐ ব্যক্তির নাম শেখ আলামিন।তার বাড়ি পুরুলিয়ার সাঁতুড়ি থানার অন্তর্গত মুরুলিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা পরিবারের আত্মীয়দের অজান্তে মানসিক অবসাদে শেখ আলামিন মঙ্গলবার দুপুরে কীটনাশক খেয়ে নেয়।ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের আত্মীয়রা বিষয়টি জানতে পেয়ে তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন।সেখানেই তার মৃত্যু হয়।