ধান ক্ষেত দেখতে গিয়ে জলে পড়ে প্রাণ গেল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে ধূপগুড়ি থানার অন্তর্গত দঃ আলতাগ্ৰামের চৌকিদারের টারি এলাকায়। মৃত ব্যক্তির নাম জীন্নাউর রহমান ডাকনাম বাবলু বয়স আনুমানিক ৫০ বছর। তার মৃগী রোগ ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে ।এদিন সকাল নাগাদ বাড়ির পাশে নিজের ধান ক্ষেত দেখতে যান ওই ব্যক্তি। সেখানেই হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে ধান ক্ষেতের জলে পড়ে যান। এরপর বাড়ির লোক খবর পেয়ে তড়িঘড়ি ব্যক্তিকে উদ্ধার করে