গোয়ালপোখর থানার একরচালা এলাকায় আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী , সঙ্গে ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল সহ অন্যান্যরা , শুক্রবার বিকাল ৪ টা নাগাদ আয়োজিত শিবিরে পৌঁছান মন্ত্রী গোলাম রাব্বানী , সেখানে প্রতেকটি স্টলে গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন এবং জন সাধারণের সঙ্গে আলোচনা করেন তিনি ,