রাজ্যের বেকারদের দায়ের করা তিনটি মামলায় সুপ্রিমকোর্ট প্রদত্ত রায় নিয়ে DYFI কাঠগড়ায় তুললো রাজ্য সরকারকে।বর্তমান রাজ্য সরকার একদিকে সরকারি চাকরি আটকে দিচ্ছে, অপরদিকে যুবকদের নেশার সাগরে ভাসিয়ে দেওয়া হচ্ছে। ছাত্র যুবকদের ভবিষ্যৎ কে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন DYFI এর সভাপতি।