রাজ আমলের ৫০০ বছরের ঐতিহ্য মেনে রাধা অষ্টমীতে অনুষ্ঠিত হল কোচবিহারের ঐতিহ্যবাহী বড় দেবীর পুজো নিয়ম মেনে শনিবার ভোর রাতে মদনমোহন বাড়ি থেকে মাতৃরুপী ময়না কাঠকে কোচবিহার বড় দেবী বাড়িতে নিয়ে আসা রবিবার সকাল 9.30 নাগাদ সেখানে বিশেষ পুজো অনুষ্ঠিত হওয়। মহা স্নানের পর ময়নাকাঠ প্রতিস্থাপন করা হয় টলিতে।এরপর তিনদিন ধরে ময়না কাঠকে হাওয়া খাওয়ানো হবে।৩ দিন পর শুরু হবে বড় দেবীর প্রতিমা গড়ার কাজ।বংশপরম্পরায় চিত্রকর পরিবারের সদস্য খড় ও মাটির কাজ শুরু করবেন।