উত্তর পারোকাটা এলাকায় পটল ক্ষেত কেটে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মাধব দাস নামে এক যুবককে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে এমনটাই জানিয়েছেন শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মোদক। ওই এলাকার এক মহিলার পটল ক্ষেতের গাছ কাটা নিয়ে যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল বুধবার রাতে। বৃহস্পতিবার যুবককে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ ।এরপর বেলা দুটা নাগাদ তাকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠায়। তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা শুরু করেছে।