আজ মঙ্গলবার খড়গপুর শহরের ২০ নম্বর ওয়ার্ডের গণেশ পূজার উদ্বোধন করলেন খড়্গপুরের sdo. খড়্গপুরের Shine Star Boys Club এর গণেশ পুজোর উদ্বোধন হয় আজ. এদিন রাত্রি প্রায় দশটা নাগাদ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর শহরের SDO যোগেশ প্যাটেল অশোক রাও. সাথে ছিলেন খড়গপুর শহরের প্রাক্তন বিধায়ক তথা মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার. গণেশ চতুর্থীর আগের দিন রাতেই ব্যাপক মানুষের ভিড় পেন্ডেল জুড়ে.