হাড়োয়া ব্লকের পশ্চিম ভয়দা গ্রামে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া,আমাদের সমাধান ক্যাম্প বকজুড়ি পঞ্চায়েতের পশ্চিম ভয়দা এফ পি স্কুলে ১০ ও ১১ নং বুথ নিয়ে অনুষ্ঠিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। শুক্রবার দুপুর দুটো নাগাদ ক্যাম্প চলাকালীন পরিদর্শন করেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লা, বিডিও অতনু ঘোষ, জয়েন বিডিও অনিমেষ পাল এবং ইঞ্জিনিয়ার সঞ্জীব মন্ডল সহ অন্যান্যরা।