Minakhan, North Twenty Four Parganas | Oct 3, 2025
পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার রাত্রি আটটা নাগাদ হল বামুনপুকুর সার্বজনীন দূর্গা উৎসবের প্রতিমা নিরঞ্জন মিনা ক্ষার বামুনপুকুর সার্বজনীন দূর্গা পূজার প্রতিমা নিরঞ্জন হল শুক্রবার রাতে। এদিন সন্ধ্যা বেলায় পুজো মণ্ডপ থেকে প্রতিমা বাইরে বের করে নিয়ে আসার পর এলাকার প্রচুর মহিলারা দেবী দুর্গা সহ তার চার সন্তানকে বরণের মধ্য দিয়ে বিদায় জানায়। তারপর পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বামুনপুকুর ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিদ্যাধরী নদীতে দেওয়া হয় প্র