ঝাড়গ্রাম শহরের বেহাল রাস্তা গুলি সংস্কারের আগে বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ পরিদর্শন করলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগারওয়াল ও ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারপার্সন কবিতা ঘোষ সহ অন্যান্যরা। জানা গেছে, ঝাড়গ্রাম পৌরসভার একাধিক ওয়ার্ডের রাস্তার বেহাল দশা। রাস্তার মধ্যে তৈরি হয়েছে বড় বড় গর্ত। প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষজন থেকে শুরু করে যানবাহন চালকদের। দূর্গা পূজার আগে ঝাড়গ্রাম পৌরসভার একাধিক ওয়ার্ডের বেহাল রাস্তা গুলির সংস্কার হবে।