সেহারাবাজার থেকে বাদুলিয়া মোটরসাইকেলে চড়ে আসার পথে রাধাবাজারে ট্রাক্টরের ধাক্কায় মৃত যুবক। মৃত যুবকের নাম তপন মন্ডল(২৭) দক্ষিণ ২৪পরগনার জয়নগরেতার বাড়ি। লরির খালাসীর কাজ করতো ওই যুবক আর সেই সূত্রে সেহারা বাজার এলাকায় থাকতো সে। গতকাল বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে চড়ে সেহারা বাজার থেকে বাদুলিয়া যাওয়ার পথে রাধা বাজারে ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলাই মৃত্যু হয় ওই যুবকেরা।