উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করতে গিয়ে আক্রান্ত হন মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতি রায় এই হামলা চালায় বিষ প্রশাসনের সামনে। এই হামলার প্রতিবাদে মঙ্গলবার কল্যাণী বিধানসভার গয়েশপুরে গয়েশপুর বিজেপির মন্ডলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করা হল। যেদিন এদিন গয়েশপুর চেকপোস্ট মোড়ে রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।