তৃণমূল ও সিপিএম ছেড়ে বারোটি পরিবার বিজেপিতে যোগদান করলো। নির্বাচনের আগেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা দলবদল করে। বলাগর ব্লকের এক্তারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল ও সিপিএম করে এমন ১২ টি পরিবার বিজেপিতে যোগদান করবে এমনটাই জানিয়েছিলেন এলাকার মন্ডল সভাপতি কে। বুধবার রাতে চুঁচুড়ায় বিজেপির জেলা কার্যালয়ে ওই বারোটি পরিবারকে বিজেপিতে যোগদান করান জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি।