শান্তির বাজার প্রজাপিতা ব্রম্রাকুমারি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যেগে ২৫শে আগস্ট ১টা নাগাত রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রজাপিতা ব্রম্রাকুমারি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্দ্যোগে সারা ভারতবর্ষব্যাপী ১ লক্ষ ইউনিটের বেশি রক্ত সংগ্রহের অভিযান চলছে। ভারতের পাশাপাশি নেপাল দেশের লোকজনেরাও এই কর্মসূচীতে রক্তদান করছে বলে জানাযায়।