কোটা গ্রামে একের পর এক ভেঙে পড়ছে মাটির বাড়ি।আজ সকালেও একটি মাটির বাড়ি ভেঙে পড়ে।যার কারণে গোটা গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।এই বুঝি ভেঙে পড়লো তার মাটির বাড়ি।গ্রামের অধিকাংশ মাটির বাড়িতে দেখা দিয়েছে ফাটল।ঝুঁকি নিয়েই চলছে বসবাস।প্রশাসনের বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের।কোটা গ্রামের বাসিন্দা বাসুদেব আঁকুরে জানিয়েছেন,তার মাটির দুতলা বাড়িতে রোজ রাতে পরিবারের লোকজন থাকতেন।হটাৎ রাতে দেওয়ালে ফাটল দেখে নিরাপদ স্থানে চলে যায়।তাই প্রাণে রক্ষা।শুরু রাজনৈতিক তর্জা