আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে ধর্মনগর থানা ও ট্রাফিক দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার শহরের বিভিন্ন ব্যস্ততম সড়কে বিশেষ অভিযান পরিচালিত হয়। মূলত হেলমেটবিহীন মোটরবাইক চালক এবং দ্রুতগামী বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযান চলাকালীন শহরের কালী দিঘীরপাড় এলাকা ও রাজবাড়ি ট্রাফিক পয়েন্ট এলাকায় একাধিক মোটরবাইক থামিয়ে চালকদের নথিপত্র ও সড়কনিয়ম মেনে চলার বিষয়টি খতিয়ে দেখা হয়।