বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপড়া জঙ্গল থেকে লেপার্ড বেরিয়ে কোহিনুর চা বাগান এলাকায় আস্তানা গেড়েছে এমনটাই বলছেন ওই এলাকার বাসিন্দারা শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ।শুক্রবার বিকেলে কোহিনুর চা বাগানের ২৪ নং সেকশন থেকে একটি মৃত বাছুর উদ্ধার হয়েছে।এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে গত দুদিন ধরে বাছুরটি পাওয়া যাচ্ছিল না।শুক্রবার বিকেলে বাছুরটিকে দেখা গেল তাকে খুবলে খেয়েছে। সাউথ রায়ডাক রেঞ্জের বনকর্মীরা জানিয়েছেন খাঁচা পাতা হয়েছে লেপার্ড ধরার জন্য।