ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম জেলার নেতৃত্বকে নিয়ে কলকাতায় বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিলেন।ঝাড়গ্রাম শহর সহ গত লোকসভা নির্বাচনে যেসব জায়গায় তৃণমূল পিছিয়ে ছিল সেই জায়গা সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে ভরাট করতে হবে। পড়ায় সমাধান শিবির গুলিতে সংশ্লিষ্ট এলাকার বিধায়ক,জন প্রতিনিধিদের সামনে থেকে দাঁড়িয়ে মানুষের সমস্যার কথা শুনে সমাধানের রাস্তা দেখাতে হবে। প্রয়োজনে গ্রামে গিয়ে শুনতে হবে সমস্যার কথা।