আসানসোল পৌর নিগম কার্যালয়ের সামনে বসে বিক্ষোভ নির্মল সাথী মহিলাদের নিয়মিত মাইনা না পেয়ে ক্ষুব্ধ নির্মল সাথীর কর্মীরা। আজ দুপুর ১২টায় আসানসোল পৌর নিগমের মুখ্য গেটের সামনে বসে বিক্ষোভ দেখায় কর্মীরা। চার মাস কাজ করার পরে এক মাসের মাইনা দেওয়া হয়, প্রত্তেক মাসের মাইনা থেকে বঞ্চিত থাকছে নির্মল সাথীর কর্মীরা, আসানসোল পৌর নিগমের ১০৬টি ওয়ার্ডের প্রায় ২৭২ জন নির্মল সাথির কর্মী রয়েছে, তাঁদের দাবি প্রত্যেক মাসের মাইনা প্রত্যেক মাসে দেওয়া হোক