খাদ্য আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে সংকেতপুরে পতাকা উত্তোলন করে পালন করা হলো শহীদ দিবস। আজ শনিবার ৩১ আগস্ট সকাল ১০ টা নাগাদ নলহাটি থানা অন্তর্গত নলহাটি এক ব্লকের সংকেতপুর গ্রামে খাদ্য আন্দোলনের শহীদদের জানানো হলো শ্রদ্ধা। করা হলো দলীয় পতাকা উত্তোলন এবং তারপরে শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানালেন দলের নেতৃত্ব ও কর্মীরা। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার বাণীওর অঞ্চলের অঞ্চল সভাপতি কমরেড সৌভাগ্য মাল সহ অন্যান্যরা।