মালদা জেলার গাজোল ব্লকের মাঝড়া অঞ্চলের বাদনাগরা ছাতা মাঠে ভারতীয় রাজনীতিবিদ, বিশিষ্ট দার্শনিক,প্রখ্যাত চিন্তাবিদ পন্ডিত দীন দয়াল উপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে "স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বেলা একটা নাগাদ। মন্ডল সভাপতি বঙ্কিম সরকারের নেতৃত্বে। এদিন এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন, মন্ডল সভাপতি বঙ্কিম সরকার, মন্ডলের সাধারণ সম্পাদক ড.অভিজিৎ সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।