Rajarhat, North Twenty Four Parganas | Sep 1, 2025
শনিবার স্কুল সার্ভিস কমিশন ‘দাগি’ শিক্ষকদের তালিকা প্রকাশের পরই নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে আদালতের দ্বারস্থ হল তাঁদের একাংশ। প্রথমে সেই তালিকায় তুলে ধরা হয় মোট ১ হাজার ৮০৪ জনের নাম। কিন্তু পরর্বর্তীতে আরও দু'টি নাম জুড়ে মোট দাগি শিক্ষক-শিক্ষিকার সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮০৬। আজ দুপু ১২'টা নাগাদ আদালত সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতা হাই কোর্টে এই মর্মে মামলা দায়ের করেছেন প্রায় সাড়ে ৩০০ ‘অযোগ্য’ প্রার্থী।