দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারী GP এলাকায় এক নাবালিকা কে অপহরণের অভিযোগ ওঠে গত ২৫শে জুলাই,২৮শে জুলাই সুন্দরবন কোস্টাল থানায় লিখিত অভিযোগ অপহৃত নাবালিকার পরিবারের পক্ষ অভিযোগ দায়ের করা হলে,সেই ঘটনার তদন্তে নেমে গত মঙ্গলবার প্রতিবেশী এক ব্যক্তিকে প্রথমে গ্রেফতার করে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার গভীর রাতে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ, ধৃতকে শুক্রবার বিকালে আলিপুর আদালতে তুলেছে পুলিশ।